এশিয়ান ট্যুরিজম ফেয়ার ঢাকায় শুরু ১৯ সেপ্টেম্বর

লেখক: newsinbiz
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

পর্যটন শিল্পে গতি ফেরাতে রাজধানী ঢাকাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যপী ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। পর্যটন বিচিত্রার আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিতব্য এ মেলায় ১২০টি বুথে দেশ-বিদেশের পর্যটন প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা এবং বিভিন্ন দেশের দূতাবাস অংশগ্রহণ করবে। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে মেলা। দর্শনার্থীদের জন্য র‌্যাফেল ড্রর বিপরীতে থাকবে আকর্ষণীয় গিফট ভাউচার। মেলার বিভিন্ন সেশনের রেজিস্ট্রেশন চলছে।What is tourism? | Turisme Proactiu

আরও পড়ুন-  পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করেছে ভারত

আয়োজন-সংশ্লিষ্টরা জানান, আসন্ন পর্যটন মৌসুম ঘিরে মেলায় থাকবে দেশ-বিদেশ ভ্রমণে নানাবিধ প্যাকেজ অফার। এ ছাড়া বিটুবি সেশন, ডেসটিনেশন ও প্রডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশনসহ নানাবিধ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হবে। এরই মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মতি এবং সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পর্যটন করপোরেশন ও ট্যুরিস্ট পুলিশ মেলায় অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা বিষয়ে সম্মতি প্রদান করেছে। মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইম পার্টনার কান্ট্রি মালদ্বীপ, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ব্যাংকিং পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রিসোর্ট পার্টনার ছুটি রিসোর্ট, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস, কানেক্টিভিটি পার্টনার এডিএন টেলিকম, ক্রুজ পার্টনার ঢাকা ডিনার ক্রুজ।

মেলার সাপোর্টিং অ্যাসোসিয়েশন হিসেবে রয়েছে– ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আউট বাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েন, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েমন অব বাংলাদেশ, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলসহ সংশ্লিষ্ট অন্যান্য অ্যাসোসিয়েশন।

  • এশিয়ান ট্যুরিজম ফেয়ার ঢাকায় শুরু ১৯ সেপ্টেম্বর