কাকলী জাহান আহ্‌মেদ হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

লেখক: newsinbiz
প্রকাশ: ৩ মাস আগে

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন কাকলী জাহান আহ্‌মেদ। গত ১৮ আগস্ট তাঁকে এ পদে পদোন্নতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে তিনি পরিচালক পদে কর্মরত ছিলেন।

কাকলী আহ্‌মেদ ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এরপর দীর্ঘ চাকরিজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন, অ্যাগ্রিকালচারাল ক্রেডিট প্রজেক্ট বিভাগ, ক্রেডিট ব্রিজ স্ট্যান্ডবাই ফ্যাসিলিটি বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, আইন বিভাগ, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্যাটেজিক প্ল্যানিং বিভাগ ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন : বর্তমানে রিজার্ভ জানাল বাংলাদেশ ব্যাংক

  • কাকলী জাহান আহ্‌মেদ হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক