শুক্রবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু-এর সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশের কথা বলা হয়। এবিষয়ে প্রজ্ঞাপন শনিবার প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ক্ষমতার আওতায় গ্রেপ্তার ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার মত সুযোগ থাকছে সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে তদুর্ধ্ব কমিশন পাওয়া কর্মকর্তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবির সম পর্যায়ের কর্মকর্তাদের।
আরও পড়ুন : পলিথিনের কারখানায় অভিযানে গিয়ে ক্ষোভের মুখে অধিদপ্তরের কর্মকর্তারা
গত ১৭ সেপ্টেম্বর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এ ক্ষমতা দেওয়া হয়েছিল।