নতুন সুবিধা হোয়াটসঅ্যাপের ভিডিও কলে

লেখক: newsinbiz
প্রকাশ: ১ মাস আগে

ব্যক্তিগত ও কাজের প্রয়োজনে অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন। হুট করে কেউ কল করলে আশপাশের পরিবেশ বা মানুষজন নিয়ে বেশ বিব্রত হতে হয়।

এ সমস্যা সমাধানে ভিডিও কলের জন্য ফিল্টারস ও ব্যাকগ্রাউন্ডস নামের নতুন দুটি সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ভিডিও কলের সময় বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের তথ্য মতে, আগামী সপ্তাহ থেকে ব্যবহারকারীরা এই নতুন দুটি ফিচার ব্যবহার করতে পারবেন। ভিডিও কলের সময় ফিল্টারস অপশনের মাধ্যমে মোট ১০ ধরনের ফিল্টার ব্যবহার করা যাবে। এ ছাড়া ভিডিও কল চালু থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে। ফলে ভিন্ন ভিন্ন আবহে ভিডিও কল করার সুযোগ মিলবে।

ফিল্টারগুলোর মধ্যে রয়েছে- ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন।

 

আরও পড়ুন : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত

ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে- ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।

এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিল্টারস ও ব্যাকগ্রাউন্ডস সুবিধা চালুর পাশাপাশি ভিডিও কলের জন্য টাচ আপ ও লো লাইট নামের দুটি অপশন যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ভিডিও কল চলাকালে ওপরের ডান দিকে থাকা ইফেক্ট আইকনে ট্যাপ করে সহজেই অপশনগুলো ব্যবহার করে পর্দায় আলোর উজ্জ্বলতা কম বেশি করা যাবে।

  • নতুন সুবিধা হোয়াটসঅ্যাপের ভিডিও কলে