নির্বাচন কমিশনে নিয়োগ দেবে লোকবল, এসএসসি থেকে স্নাতক পাসেও আবেদন

লেখক: Newsinbiz Team
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিবার্চন কমিশন নিয়োগ দেবে লোকবল। প্রতিষ্ঠানটির সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ে ১৫টি পদে ৩৬৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

(নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট)গ্রেড-১৩বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/পদের সংখ্যা: ১বয়সসীমা: ৩০ বছর। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। প্রার্থীকে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউটি টেস্ট উত্তীর্ণ হতে হবে।

পদ সংখ্যা- ৫গ্রেড: ১৩বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-আবেদনে বয়সসীমা: ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।

৩. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (নির্বাচন কমিশন সচিবালয়)

গ্রেড: ১০বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-পদের সংখ্যা-১বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

 

৪. পদের নাম: ফিজিক্যাল ইন্সট্রাক্টর (পুরুষ ও মহিলা) (নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট)

গ্রেড: ১৪বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০পদের সংখ্যা: ২বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট।

৫. পদের নাম: উচ্চমান সহকারী

(নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠপর্যায়ের কার্যালয়)গ্রেড: ১৪বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০পদের সংখ্যা: ২১বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা।

৬. পদের নাম: স্টোর কিপার

(নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)গ্রেড: ১৪বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০পদের সংখ্যা: ১৪বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা।

আরও পড়ুন : কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি

৭. পদের নাম: হিসাব সহকারী (নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠপর্যায়ের কার্যালয়)

গ্রেড: ১৪বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০পদের সংখ্যা: ১৩বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা।

৮. পদের নাম: চিকিৎসা সহকারী

(নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট)গ্রেড: ১৬বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০পদের সংখ্যা: ২বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৯. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)

গ্রেড: ১৬বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০পদের সংখ্যা: ১৬৭বয়সসীমা: ৩০ বছর

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা, কম্পিউটারে এমএস অফিসসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে,প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।

১০. পদের নাম: গাড়ি চালক (হালকা)

(নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)গ্রেড: ১৬বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০পদের সংখ্যা: ৩বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

১১. ডেসপাস রাইভার (নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট)

গ্রেড: ১৭বেতন স্কেল: ৯০০০-২১৮০০পদের সংখ্যা: ২বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

১২. পদের নাম: রেস্ট হাউজ কেয়ারটেকার

(জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, কক্সবাজার)গ্রেড: ২০বেতন স্কেল: ৮২৫০-২০০১০/পদের সংখ্যা: ১বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।

১৩. পদের নাম: অফিস সহায়ক

(নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)গ্রেড: ২০বেতন স্কেল: ৮২৫০-২০০১০/পদের সংখ্যা: ১২২বয়সসীমা: ১৮-৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১৪. নিরাপত্তা প্রহরী (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)

গ্রেড: ২০বেতন স্কেল: ৮২৫০-২০০১০/পদের সংখ্যা: ৫বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)

গ্রেড: ২০বেতন স্কেল: ৮২৫০-২০০১০/–পদের সংখ্যা: ১০বয়সসীমা: ৩০ বছরআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন ফি জমা কবে: আবেদন ফি জমা শুরু হবে আগামী ১ অক্টোবর সকাল ৯টা থেকে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর, বিকেল ৫টা পর্যন্ত।আবেদনের বয়স: ৩১ অক্টোবরে প্রার্থীর বয়স ১৮–৩০ বছরের মধ্য হতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।আবেদন যেভাবে: অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আগ্রহী প্রার্থীরা (http://ecs.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
  • নির্বাচন কমিশনে নিয়োগ