১. পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার(ওঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি/ইআরইউ/পিঅ্যান্ডএম/ইআরসি/এসঅ্যান্ডপি/জিএস)
পদসংখ্যা: ৩০০
যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ২৯ হাজার ৬০০ টাকা। প্রবেশনকাল শেষে মাসিক বেতন ৩১ হাজার ৮০ টাকা স্কেল নির্ধারিত হবে।
২. পদের নাম: সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক
পদসংখ্যা: ১৫০
যোগ্যতা: বি.কম পাস
বেতন স্কেল: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ২৬ হাজার ১০০ টাকা। প্রবেশনকাল শেষে মাসিক বেতন ২৭ হাজার ৪১০ টাকা স্কেল নির্ধারিত হবে।
৩. পদের নাম: সহকারী স্টোরকিপার
পদসংখ্যা: ৩১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ১৮ হাজার ৩০০ টাকা। প্রবেশনকাল শেষে মাসিক বেতন ১৯ হাজার ২২০ টাকা স্কেল নির্ধারিত হবে।
শর্ত
নির্বাচিত প্রার্থীদের প্রথম এক বছরের জন্য অন-প্রবেশনে নিয়োগ করা হবে। অন-প্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটরসাইকেল চালানোর লাইসেন্স (প্রযোজ্য পদের ক্ষেত্রে) থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আরও পড়ুন : ব্র্যাক ব্যাংকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০২৪, বিকেল পাঁচটা পর্যন্ত।