বেসরকারি সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ, পদ ১২২

লেখক: newsinbiz
প্রকাশ: ১ মাস আগে

উন্নয়ন সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য তিন ক্যাটাগরির পদে ১২২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: এরিয়া ম্যানেজার

পদসংখ্যা: ১২

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। সমব্যবস্থাপনা পদে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক; কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন–ভাতা: শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩৫,০০০ টাকা। চাকরি স্থায়ী হলে বেতনকাঠামো হবে ৩৯,৮৭১ টাকা। এ ছাড়া টিএ (শর্ত প্রযোজ্য), মোবাইল বিল, পিএফ, কর্মীকল্যাণ তহবিল ও চাকরি স্থায়ী হওয়ার এক বছর পর থেকে মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা দেওয়া হবে।

২. পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা: ৩০

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। সমব্যবস্থাপনা পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক; কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বেতন-ভাতা: শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩৪,০০০ টাকা। চাকরি স্থায়ী হলে বেতনকাঠামো হবে ২৯,৮৫০ টাকা। এ ছাড়া টিএ (শর্ত প্রযোজ্য), মোবাইল বিল, পিএফ, কর্মীকল্যাণ তহবিল ও চাকরি স্থায়ী হওয়ার এক বছর পর থেকে মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা দেওয়া হবে।

৩. পদের নাম: লোন অফিসার/ফিল্ড অর্গানাইজার

পদসংখ্যা: ৮০

যোগ্যতা: এইচএসসি পাস বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। সমব্যবস্থাপনা পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ২৬ থেকে ৩৫ বছর

বেতন-ভাতা: শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৬,১৫০ টাকা। চাকরি স্থায়ী হলে বেতনকাঠামো হবে ১৯,৮৪০ টাকা। এ ছাড়া টিএ (শর্ত প্রযোজ্য), মোবাইল বিল, পিএফ, কর্মীকল্যাণ তহবিল ও চাকরি স্থায়ী হওয়ার এক বছর পর থেকে মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন : বেসরকারি সংস্থা এসএআরপিভি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতার সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংবলিত স্বহস্তে লিখিত আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, মানবসম্পদ উন্নয়ন ও প্রশাসন বিভাগ, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ), প্রধান কার্যালয়, আরডিএফ ভবন, বাড়ি নম্বর–২১, রোড–১২, পিসিকালচার হাউজিং সোসাইটি, ব্লক-খ, আদাবর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৪।

  • পদ ১২২
  • বেসরকারি সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ