স্বর্ণ সবার জন্য সহজ, স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলাহীন করতে দেশের বাজারে এই অ্যাপ নিয়ে এসেছে ‘গোল্ড কিনেন’ কোম্পানি। এ অ্যাপটির মাধ্যমে প্রতি মাসে ১ হাজার থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে স্বর্ণ সঞ্চয়ের সুযোগ পাবেন গ্রাহকেরা। বিকাশের মাধ্যমে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হবে।
আরও পড়ুন : ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় প্রাভা হেলথের ‘পিঙ্ক টুগেদার’
এই উদ্যোগ ক্রেতাদের মধ্যে স্বর্ণ কেনার প্রবণতা বাড়াবে বলে প্রত্যাশা কোম্পানিটির। এ অ্যাপ ব্যবহারকারীদের জন্য থাকছে বিকাশ পেমেন্টের মাধ্যমে প্রতি লেনদেনে ৫ শতাংশ ক্যাশব্যাক (প্রতি মাসে ৫ হাজার টাকা পর্যন্ত) পাওয়ার বিশেষ সুযোগ। এ বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে অফারটি চলবে। অ্যাপটি গুগল প্লে স্টোরসহ অ্যাপল স্টোর থেকেও ডাউনলোড করা যাবে।