newsinbiz.com

আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু

দেশের রফতানি বাড়াতে আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘আমাদের দেশের পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আকর্ষণ বাড়াতে আগামী মেলায় সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। রফতানি বাড়াতে দেশে উৎপাদিত পণ্য নিয়ে এ আয়োজনে বিদেশি প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণের ব্যবস্থা থাকবে। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।’
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন রফতানি পণ্য বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত বর্ষপণ্য হস্তশিল্পকে গুরুত্ব দিয়ে সারা দেশে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।’

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুনঃ আইডিয়া প্রকল্পের স্টার্টআপদের অগ্রগতি বিষয়ক সেমিনার

এক বিজয়ীর হাতে পুরুস্কার তুলে দিচ্ছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে মেলাচলাকালীন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মিজ আফরোজা খান।

আরো পড়ুনঃ বিনিয়োগকারীদের বিনিয়োগ পরবর্তী সকল সেবা প্রদানে বিডা বদ্ধপরিকর।

অনুষ্ঠানে আরও ছিলেন– এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্তরা।

গত ২১ জানুয়ারি ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার মেলায় দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এবারের মেলায় ইতোমধ্যে ৩৯১ কোটি ৮২ লাখ টাকার রফতানি আদেশ পেয়েছে বাংলাদেশ।

Exit mobile version